খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
নিকলীর বাসিন্দা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও এডমিনদের ফেইসবুক গ্রুপ নিকলী ডটকম ও সুনাগরিক নিকলীর উদ্যোগে শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে নিকলী নতুন বাজার বাক্কার মিয়ার উঠানে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এক অনাড়ম্বর আনুষ্ঠানিতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪০জন অতি দরিদ্র শীতার্তের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় গ্রুপ দু’টির এডমিনবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দৈনিক মানবজমিনের নিকলী প্রতিনিধি ও আমাদের নিকলী ডটকম-এর বিশেষ প্রতিনিধি খাইরুল মোমেন স্বপনসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
নিকলী ডটকম গ্রুপের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া জানান, গ্রুপ দু’টির অধিকাংশ এডমিন ছাত্র। অন্যরা ছাত্রজীবন শেষে কর্মপ্রত্যাশী যুবক। হাত খরচের টাকা থেকে আমাদের প্রাথমিক উদ্যোগ এটি।
সুনাগরিক নিকলীর প্রতিষ্ঠাতা নেমেসিস মুন্না বলেন, হাত খরচের সামান্য টাকায় অন্তত ৪০ জন শীতার্তকে সহযোগিতা করতে পেরেছি। বিষয়টি আমাদের মধ্যে এক ধরনের তৃপ্তি যুগিয়েছে।