সংবাদদাতা ।।
উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিকলী জি,সি পাইলট স্কুলের উদ্যোগে মঙ্গলবার ১৪ই জুলাই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কারার আব্দুর রশিদের আমন্ত্রণে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব কারার গিয়াস উদ্দিন আহমদ, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন আহমদ প্রমুখ।