“৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে”

আমাদের নিকলী ডেস্ক ।।

মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযোদ্ধা যাছাই-বাছাইয়ে অভিযোগ ওঠা কমিটি বাতিল করে নতুন কমিটি করে দেয়া হবে। অভিযোগ যাচাই-বাছাই করে ইতোমধ্যে প্রায় ৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।’

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী এসব কথা বলেন। বাসস

বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন তিনি।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘নতুন করে যাচাই-বাছাইয়ে যেসব এলাকায় ১০ ভাগের বেশি মুক্তিযোদ্ধা তালিকাবদ্ধ হয়েছে, সেসব এলাকায় অনিয়ম হয়েছে। সেখানে নতুন কমিটি করে পুনরায় যাচাই বাছাই করা হবে।’

Similar Posts

error: Content is protected !!