নিজস্ব প্রতিনিধি ।।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিকলীতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর উপস্থিতিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিএনপি কার্যালয়ে শনিবার সকালে উপজেলার সিনিয়র নেতাদের গণস্বাক্ষর দেয়ার মাধ্যমে এই কর্মসূচির শুরু হয়।
গণস্বাক্ষর কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি সভাপতি বলেন, সম্পূর্ণ অনৈতিকভাবে একটি মিথ্যা ও সাজানো মামলার মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। সেই কারাগার থেকে তাকে মুক্ত করার জন্যে, গণতন্ত্রকে মুক্ত করার জন্যে, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে। কোটি মানুষের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলতে থাকবে।
উল্লেখ্য, জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি উপজেলা-জেলা-মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি।