আমাদের নিকলী ডেস্ক ।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সোমবার (১৯ মার্চ) বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এ সময় উপাচার্য বলেন, স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চালু হবে। অটোলজী চিকিৎসা পদ্ধতি চালু হওয়ায় “স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন” চালুর কার্যক্রম আরো একধাপ এগিয়ে গেলো।
বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন বর্তমানে দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সময়ের দাবিতে পরিণত হয়েছে। দেশে স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন চালু হলে ক্যান্সারে আক্রান্ত রোগীদের জীবন বাঁচানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের উদ্যোগে অটোলোগাস বা অটোলোজী ও এলোজেনিক চিকিৎসা পদ্ধতি সমৃদ্ধ একটি স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্ল্যানটেশন চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে অটোলোগাস চিকিৎসা পদ্ধতি চালু করা হলো এবং আগামীতে এলোজেনিক চিকিৎসা পদ্ধতি চালু করা হবে।
হাসপাতাল সূত্র জানায়, দেশে ব্লাড ক্যান্সারসহ রক্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ব্লাড ক্যান্সারসহ বিভিন্ন রক্তরোগের চিকিৎসার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন একটি যুগান্তকারী সংযোজন। দেশে চিকিৎসা বিজ্ঞানের অনেক অগ্রগতি সাধিত হলেও বোনম্যারো ট্রান্সপ্লানটেশনের বিষয়ে কিছুটা ঘাটতি রয়েছে। দেশে স্বয়ংসম্পূর্ণ বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন চিকিৎসা পদ্ধতি চালু নেই। এ চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ রোগীর পক্ষেই বিদেশে গিয়ে চিকিৎসা করা সম্ভব হয় না। দেশে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন চালু হলে বিদেশের তুলনায় ১০ ভাগের ১ ভাগ ব্যয়ে রোগীরা এ চিকিৎসা সেবাটি নিতে পারবেন। বাসস
অটোলোগাস পদ্ধতিতে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। এ পদ্ধতিতে রোগীর নিজের সুস্থ বোন ম্যারো তার নিজের শরীরে প্রতিস্থাপন করা হয়। অন্যদিকে পদ্ধতিতে অন্যের শরীর থেকে সুস্থ স্টেমসেল সংগ্রহ করে রোগীর শরীরে প্রবেশ করানোকে বুঝায়। সাধারণত থ্যালাসেমিয়া, এপ্লাস্টিক এনিমিয়া, লিউকোমিয়া বা ব্লাডক্যান্সারসহ অন্যান্য রক্তরোগের ক্ষেত্রে এই ট্রান্সপ্লান্ট করা হয়। ডোনারের অস্থিমজ্জা অথবা শিরা থেকে স্টেমসেল সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম প্রমুখ।