জি আর শিপন, মহাস্থান সংবাদদাতা ।।
মহাস্থান আলীম মাদ্রাসার সামনে শিবগঞ্জ রোডসংলগ্ন মডার্ণ টেইলার্স এন্ড ফেব্রিক্স লেডিস এন্ড জেন্টস নামের দোকানে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই মার্কেটের নৈশপ্রহরী রাজা মিয়া জানান, রাত ৩টায় মডার্ণ টেইলার্সের ভিতর থেকে প্রচন্ড বেগে আগুনের ধুয়া আসতে দেখে আমি আশেপাশের দোকানদারদের খবর দেই। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বগুড়া সদর ফায়ার সার্ভিস ও সোনাতলা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকানের সব মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। দোকানের মালিক গড়মহাস্থান গ্রামের আলহাজ্ব শহিদুল ইসলাম লাল মিয়ার ছেলে মিজানুর রহমান ও তার ভাই মিলন রহমানের সাথে কথা বললে তারা বাকরুদ্ধ হয়ে বলেন, আমাদের ৮ বছরের স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তিলে তিলে গড়া প্রতিষ্ঠানটি দাউ দাউ আগুনে এক নিমিষেই শেষ হয়ে গেল। কেউ যেন তাদের শান্তনার পিড়িতে বসাতে পারছেন না। ক্ষতির পরিমান জানতে চাইলে তারা জানান, ১২টি সেলাই মেশিন, ২টি ওভারলক, ১ টি এ্যাম্ব্রোটারী মেশিন, আসবাসপত্র ও দেশী, বিদেশী কাপড় এবং ১লক্ষ টাকার তৈরী ডেলিভারি পোশাকসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
উল্লেখ্য আগুনের সূত্রপাতে পাশে একটি সপ পাটির দোকানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছে।