সংবাদদাতা ।।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব আলম-এর নেতৃত্বে হাওড়ে এক ভ্রাম্যমান অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার জিয়াউল হক জুয়েল ও থানার এএসআই মোবারক হোসেন।
সরেজমিনে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিকলী রোদানদী ও ঘোড়াউত্রা নদীর পশ্চিম পাশের প্লাবন ভূমিতে ইঞ্জিনচালিত নৌকাযোগে এই অভিযান চালানো হয়। পরে উপজেলা পরিষদ ভবনের সামনে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জালে কেরোসিন ঢেলে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম এ প্রতিনিধিকে জানান, এই অভিযান অব্যাহত থাকবে।