কটিয়াদীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্ত্রীকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৫ জুন ২০১৮) রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও (কুলুপাড়া) গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। পেশায় একজন রিকশাচালক। স্ত্রী ময়না আক্তার (২৪) ও ২ বছর বয়সের একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বসবাস করছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১:৩০ (দেড়টা)র দিকে স্বামী আনোয়ার হোসেন হঠাৎ তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে চিৎকার শুরু করেন।

প্রতিবেশীরা এসে আনোয়ার হোসেনের স্ত্রী ময়না আক্তারকে ঘরে ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখতে পায় এবং স্থানীয় মেম্বারকে খবর দেয়। আজ (বুধবার) সকালে স্থানীয় ইউপি সদস্য থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।

নিহতের স্বামী আনোয়ার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ।

Similar Posts

error: Content is protected !!