হাটহাজারীতে দেশীয় এলজি, কার্তুজসহ আটক ১

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় ৩টি এলজি, ৭ রাউন্ড কার্তুজসহ মোঃ সুমনকে (৩৫) আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১৬ জুন ২০১৮) দিবাগত রাত ১টার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে দক্ষিণ পাহাড়তলী সন্দীপ কলোনী এলাকা থেকে আটক করে।

অভিযান পরিচালার সময় হাটহাজারী মডেল থানার ওসি, পুলিশ উপ-পরিদর্শক আনিস আল মাহমুদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। আটককৃত ব্যক্তি সন্দীপ কলোনী এলাকার মৃত মজিবুল হকের পুত্র।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে সুমনকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত মুরগীর ফার্ম থেকে দেশীয় ৩টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। সে একজন পেশাদার সন্ত্রাসী বলেও জানা গেছে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে পুলিশ উপ-পরিদর্শক আনিস আল মাহমুদ বাদী হয়ে থানায় মামলা রুজু করেন। যার নং৩২/১৭-৬-১৮ ইং। আটককৃত ব্যক্তিকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মডেল থানার ওসি বেলালউদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করেন।

Similar Posts

error: Content is protected !!