হাটহাজারীতে ইউপি সদস্য লোকমান হত্যা মামলার মূল হোতা গ্রেফতার

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে বহুল আলোচিত চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য লোকমান হত্যা মামলার প্রধান আসামি মোঃ শাহাব উদ্দিনকে (৩৮) আটক করেছে মডেল থানা পুলিশ। রোববার (২৯ জুলাই ২০১৮) দিবাগত রাতে ঢাকা গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে সকালে হাটহাজারী থানায় নিয়ে আসে। আটককৃত ব্যক্তি উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ হেলাল চৌধুরী পাড়ার ইদ্রিস চৌকিদারের পুত্র।

হাটহাজারী সার্কেল অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে থানার পুলিশকে নিয়ে ঢাকা গাজীপুর থানাধীন করডম এলাকা থেকে শাহব উদ্দিনকে আটক করে। ঘটনাস্থল থেকে দীর্ঘদিন পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ মে রাত সাড়ে দশটার দিকে ফতেপুর ইউনিয়নস্থ হেলাল চৌধুরী পাড়া এলাকায় কয়েকজন লোক অতর্কিত হামলা চালিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ঘটনাস্থলে লোকমানের মৃত্যু হয়। হাটহাজারী থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে মামলা রুজু করেন।

হাটহাজারী অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম মুঠোফোনে প্রতিবেদককে বলেন, গোপন সংবাদে থানা পুলিশকে নিয়ে ঢাকা গাজীপুর থেকে আটক করি। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

পুলিশের হাতে আটক আসামি। ইনসেটে নিহত ইউপি সদস্য লোকমান

Similar Posts

error: Content is protected !!