সংবাদদাতা ।।
মঙ্গলবার ৬ অক্টোবর সন্ধ্যা থেকে সারারাতব্যাপী অষ্টগ্রাম সার্কেল এএসপি শহিদুল ইসলাম ও নিকলী থানা পুলিশ ইনচার্জ একেএম মাহবুব আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্পট থেকে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে নিকলী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে মোহরকোনা আনন্দনগর গ্রামের মোহাম্মদ আলী (৪৫), কুর্শা গ্রামের মোঃ ফরিদ উদ্দিন (৬০), গেনু ভূঞা (৬০), নিদু মিয়া (৬০), হাবিবুর রহমান খান (৪০)কে আজ ৭ অক্টোবর সকালে ভ্রাম্যমান আদালতে একমাসের জেল অনাদায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থ দণ্ড দিয়েছেন প্রথম শ্রেণির হাকিম ও নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম। অন্যান্যের মধ্যে ধারীশ্বর গ্রামের কনকলাল রবিদাস (৪০), কুর্শা গ্রামের হারিছ উদ্দিন (৫২), ফিকুন মিয়া (২০), আঞ্জু মিয়া (২০)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একই দিন জেল হাজতে পাঠিয়েছে। মজলিশপুর বাজার থেকে আটক ইয়াবা সেবKK95 ওষধ ব্যবসায়ী আফলাতুন (৩০)কে হৃদরোগী দেখিয়ে থানা হাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যায়। অভিযান চলাকালীন নিকলী সদর ইউনিয়ন যুবলীগের সম্পাদক ও ইয়াবা ব্যবসায়ীকে একটি মাদক স্পট থেকে আটকের পর পুলিশের ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলায় ইয়াবা ব্যবসায়ীদের একচ্ছত্র দাপট এবং ওপেন সিক্রেট কেনাবেচা চললেও কোনো ইয়াবা ব্যবসায়ী আটক হয়নি এবং একই অভিযোগে আটককৃতদের দু’রকম সাজা হওয়ায় এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিকলী থানা অফিসার ইনচার্জ এ.কে.এম মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত ৯ জনের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমান আদালতে পাঠানো হয় এবং চারজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়।