বিশেষ প্রতিনিধি ।।
রোববার (২ সেপ্টেম্বর ২০১৮) বিকালে নিকলী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম টুর্নামেন্টটির উদ্বোধন করেন।
টুর্নামেন্টের প্রথম দিন উপজেলার ৭ ইউনিয়নের গুরুই ইউনিয়ন একাদশ বনাম ছাতিরচর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। ১-০ গোলে গুরুই ইউনিয়ন একাাদশকে হারিয়ে ছাতিরচর ইউনিয়ন একাদশ জবা দল বিজয়ী হয়।

টুর্ণামেন্টের ফিক্শ্চার অনুযায়ী আগামীকাল ৩ সেপ্টেম্বর জারইতলা বনাম দামপাড়া ইউনিয়ন একাদশ বেলী দল, ৪ সেপ্টেম্বর কারপাশা বনাম সিংপুর ইউনিয়ন একাদশ গন্ধরাজ দলের খেলা অনুষ্ঠিত হবে।
৮ সেপ্টেম্বর খেলবে জবা দলের বিজয়ী ছাতিরচর বনাম নিকলী সদর ইউনিয়ন একাদশ। বিজয়ী দলের নাম হবে শাপলা। ৯ সেপ্টেম্বর বিজয়ী বেলী বনাম বিজয়ী গন্ধরাজ একাদশের বিজয়ী দলের নাম হবে গোলাপ। ১৫ সেপ্টেম্বর সম্ভাব্য চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হবে শাপলা বনাম গোলাপ একাদশের মধ্যে।