বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে বুধবার রাতে (৫ সেপ্টেম্বর ২০১৮) পৃথক অভিযানে ইদ্রিস আলী (৫০), রয়েল (২৮) ও মিঠু মিয়া (২৬) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।
নিকলী থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টায় নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে গাঁজা বিক্রির সময় মহর আলীর পুত্র ইদ্রিস আলী ও কুরুয়াপাড়া গ্রামের মনু মিয়ার পুত্র রয়েল মিয়াকে ৩শ’ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়।
একই দিন রাত ১১টায় নিকলী সদর ইউনিয়নের পূর্বগ্রামে অভিযান চালিয়ে কামাল মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় মিঠুর কাছ থেকে বিক্রির জন্যে বহন করা ৬ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন ভূইয়া বলেন, গ্রেফতারকৃত তিনজনই দীর্ঘদিন যাবৎ ইয়াবা, চোলাই মদ ও গাঁজা ব্যবসায় জড়িত।
এ ব্যাপারে বুধবার রাতেই তিনজনের নামে নিকলী থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।