বিশেষ প্রতিনিধি ।।
তাই বলে মিছিল নিয়ে থানায়! মাদক নির্মূলের দাবিতে সোমবার (১০ সেপ্টেম্বর ২০১৮) সন্ধ্যায় এমন ঘটনাই ঘটেছে নিকলীতে। উপজেলা সদরের পূর্বগ্রামের সহস্রাধিক এলাকাবাসী এ মিছিল করেন।
সময় সোমবার সন্ধ্যা। হঠাৎ সহস্রাধিক নানা বয়েসি মানুষের একটি মিছিল মাদকের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে নিকলী থানা গেইটের সামনে জড়ো হয়। যোগ দেয় উৎসুক এলাকাবাসী।
শ্লোগান শুনে এগিয়ে আসেন ওসি মো. নাসির উদ্দিন ভূইয়া। কর্তব্যরত কনস্টেবলকে গেইট খুলে দিতে বলেন। থানার প্যারেড গ্রাউন্ডে বসে সভা। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আল আমিন।
তিনি বলেন, মাদকের ছোবলে এলাকার বহু যুবক, ছাত্র স্বাভাবিক জীবন হারাচ্ছে। মাদকাসক্তদের অসামাজিক কর্মকাণ্ডের জন্য এলাকার নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে। ভুগছে মাদকাসক্তদের পরিবারগুলিও। এর থেকে পরিত্রাণ পেতে ওসি মো. নাসির উদ্দিনসহ পুলিশ বাহিনীর সহযোগিতা চান তারা। অন্যথায় ঘরে ফিরে যাবে না বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত সকলে শ্লোগান দিয়ে সমর্থন জানান। পরে ওসি মো. নাসির উদ্দিন মাদক বিষয়ক এলাকাবাসীর সচেতনতায় ধন্যবাদ জানান। মাদক নির্মূলে এলাকাবাসীর সহযোগিতা চান। রাত থেকেই মাদক নির্মূলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিলে বাড়ি ফেরেন মিছিলকারীরা।