সংবাদদাতা ।।
গাছ থেকে পড়ে উসমান (২০) নামে এক যুবক আহত হন। স্থানীয়ভাবে চিকিৎসা সম্ভব না হওয়ায় দ্রুত তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২০ অক্টোবর রাতে তার মৃত্যু হয়। সে উপজেলা সদরের ষাইটধার ভিটাবাড়ী গ্রামের মৃত ইনু ফকিরের ছেলে। পেশায় একজন রিকশাচালক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে উপজেলার আকতার হোসেন নামে এক ব্যবসায়ী নিকলী উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়ি ক্রয় করেন। বাড়ির সুপারি গাছ থেকে সুপারি পারতে গত শনিবার ১৭ অক্টোবর ওই ব্যবসায়ী উসমানকে গাছে উঠান। ওই সময় গাছ থেকে পড়ে উসমান আহত হলে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় সে মারা যায়।