ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নতুন মোটরবাইক, পেয়েছেন পরিবারের টাকায় বা শ্বশুড়বাড়ি থেকে। এইসব মোটর সাইকেল চালনার সময় চালকদের মাথায় থাকে না হেলমেট। হেলমেট রাখে লুকিং গ্লাসে। এইসব চালকদের বুঝিয়ে হেলমেট লুকিং গ্লাসে নয় মাথায় পরার পরামর্শ দেন ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও থানা পুলিশের সহযোগিতায় শনিবার (১৫ সেপ্টেম্বর ২০১৮) বেলা ১১টায় আমাইতাড়া মোড়ে সফিয়া উচ্চ বিদ্যালয়ের রোভার স্কাউটদের নিয়ে ঘণ্টাব্যাপী সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনাকালে ইউএনও সফিউজ্জামান আরো বলেন, শুধু আইন প্রয়োগ করলেই সকল সমস্যার সমাধান হবে না। চালকদের বুঝিয়ে সচেতন করতে পারলেই রোধ হবে সড়ক দুর্ঘটনা।
এ সময় ধামইরহাট থানা ওসি জাকিরুল ইসলাম, সাব-ইন্সপেক্টর পিযুষকান্তি, শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবদুর রহমান, সাংবাদিক আবু মুছা স্বপন, মেহেদী হাসান, মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।