ইমরান হোসেন আলমগীর, নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী নিকলী-বাজিতপুরের গণ-মানুষের নেতা অজয় কর খোকনের পক্ষ থেকে নিকলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপ এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন আসাদের নেতৃত্বে এক মটরসাইকেল শোডাউন করা হয়।
শোডাউন শেষে দামপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপ এবং উপজেলা প্রচার সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন আসাদ। বক্তারা নিকলীতে আওয়ামীলীগের রাজনীতিতে প্রয়াত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর (ইদ্রিস নেতা) কথা স্মরণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইদুর রহমান মেম্বার, দামপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ নেতা কাউসারুল আলম, তানজিল হোসেন বিপ্লব, নেতা মোবারক হোসেন, নেতা শাহ্ মোহাম্মদ আলামিন, দামপাড়া জয় বাংলা ক্লাবের সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা মোঃ আনোয়ার সাদাত, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি শেখ কিবরিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন আলমগীর, নিকলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সোহাগ, মেহেদী হাসান জয়, আকাশ রহমান, জাহিদ হাসান বিজয়, ইমাদ এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ দামপাড়া ইউনিয়নের নানা শ্রেণী-পেশার জনগণ।