আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের নিকলী.কম-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। ধন্যবাদ নিকলীর সব প্রতিযোগীকে। এতটা সাড়া পেয়েছি ভাবতেই ভালো লাগছে। ৭টি ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ প্রতিযোগী নিকলীর প্রথম অনলাইন সংবাদমাধ্যমের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী সবাইকে আবারো ধন্যবাদ।
যেহেতু সবাই আমরা আঞ্চলিকতার বন্ধনে আবদ্ধ; এই প্রতিযোগিতার সবচেয়ে কঠিন কাজটি ছিলো সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা। নিয়ম রক্ষার খাতিরে এ কাজটি করতেই হলো।
নিকলীর প্রথম অনলাইন সংবাদ মাধ্যম “আমাদের নিকলী.কম”-এর কুইজ প্রতিযোগিতার এই পর্বে বিজয়ী হয়েছেন : সানি মাহমুদ দিপু (মোবাইলের শেষ ছয়টি অংক ….৪৬২৪৫৫), উজ্জল তালুকদার (মোবাইলের শেষ ছয়টি অংক ….৯৬৩৮৯৬) এবং বাপ্পা সাহা (মোবাইলের শেষ ছয়টি অংক ….১৫৮৪৫৮)। যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন। যারা বিজয়ী হননি তাদেরও অভিনন্দন অংশগ্রহণ করার জন্য। আশা করি আপনারা অংশগ্রহণের মাধ্যমে আগামীতে জয়ী হতে সক্ষম হবেন।
পুরস্কার প্রদানের তারিখ ও সময় পরবর্তীতে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, মাসের প্রথম সপ্তাহে চারটি প্রশ্ন সংবলিত একটি প্রশ্নমালা প্রকাশ করা হবে। অংশগ্রহণে ইচ্ছুক যে কেউ উক্ত প্রশ্লমালা মাসের ৩০ তারিখের মধ্যে পূরণ করতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পুরস্কার হস্তান্তর করা হবে। অনুষ্ঠানের তারিখ পরে আমাদের নিকলী.কম-এর ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বিজয়ীদের তালিকা যথারীতি পরবর্তী মাসের প্রথম সপ্তাহে আমাদের নিকলী.কম-এ প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি