মহাস্থান হাটে শীতকালীন সবজি, দামে খুশি কৃষক

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

উত্তর বগুড়ার শত শত মেট্রিক টন শীতকালীন সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যেতে শুরু করেছে। প্রতিদিন শত শত পাইকারী সবজি ব্যবসায়ী, সবজির মোকাম হিসাবে খ্যাত মহাস্থান হাটে আসছেন।

ব্যবসায়ীগণ মহাস্থান হাটের বিভিন্ন আড়তের মাধ্যমে সবজি ক্রয় করে, বর্তমানে ২৫-৩০টি ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। উত্তর বগুড়ার সবজির জন্য উর্বর ভূমি, বগুড়া সদরের, গোকুল, লাহিড়ীপাড়া, শেখেরকোলা, শাখারিয়া, নামুজা, বিহার, শিবগঞ্জের রায়নগর, মোকামতলা, কিচক, দেউলী, সৈদপুর, গাবতলীর, কাগইল, দনিপাড়া ইউনিয়নসহ গাইবান্ধার ফাঁসিতলা, চাঁদপাড়া সবজির ব্যাপক চাষ হয়।

ভালো দাম পাওয়ার আশায় ওই সব এলাকার চাষিরা সবজি চাষে ঝুঁকে পরেছেন। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চাষিরা ভটভটি, রিকশা, ভ্যানসহ বিভিন্ন বাহনে করে মহাস্থান হাটে সবজি নিয়ে আসেন।

গত কাল মহাস্থান হাটে, পাইকারী ফুলকপি বিক্রি হয়েছে ২২শ’ টাকা থেকে ২৪শ’ টাকা মণ দরে। বাধাকপি প্রতিটি ২০ থেকে ২২ টাকা, মুলা প্রতি মণ ৬শ’ টাকা থেকে ৮শ’ টাকা, শশা ও পটল ৭শ’ টাকা মণ, কাঁকরোল ১৩শ’ টাকা মণ, পেঁপে ১শ’ ৫০ টাকা মণ।

দক্ষিণ লাহিড়ীপাড়ার কৃষক আজমল হোসেন জানায়, দাম ভালো পাওয়ার জন্য আাগাম কপি চাষ করা হয়েছে। পেঁপের লোকসান পুষে গেছে তবে মুলা দামও ভাল। সবজির দাম ভাল হওয়ায়, চাষিদের মুখে হাসি দেখা যায়। কৃষক যেভাবে সবজি চাষে ঝুঁকে পরেছে, কিছু দিনের মধ্যে আমদানি বেশি হলে দাম অনেকটা কমে যাবে বলে, কয়েকজন চাষি জানায়।

Similar Posts

error: Content is protected !!