দামপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ।।

নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন বিএনপির এক কর্মীসভা সোমবার (২২ অক্টোবর ২০১৮) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ রাজনীতিক ও দামপাড়া ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল মজিদের বাড়িতে আয়োজিত সভায় সভাপতিত্বও করেন তিনিই।

সভা পরিচালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বিএনপি নেতা মোহাম্মদ আলী বাচ্চু। বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম, আমির উদ্দিন মেম্বার, মুক্তার হোসেন, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক সাইফুল, উপজেলা জাসাস আহ্বায়ক কামরুল হাসান, দামপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কাশেম, ছাত্রনেতা ফরিদ, যুবদল নেতা আনোয়ার প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, সামনে বিএনপির জন্য খুবই কঠিন সময় আসছে। সকলকে ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে হবে।

তারা আরো বলেন, আজ দামপাড়া ইউনিয়নের এই ঐক্যবদ্ধ আয়োজনের মাধ্যমে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে আমরা আহ্বান জানাবো সকল স্তরে ঐক্য গড়ে তুলুন। ভবিষ্যতে দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে কেন্দ্রীয় যেসকল কর্মসূচি দেয়া হবে সেখানেও তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মীসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সহস্রাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!