জামায়াতের নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে ইসির প্রজ্ঞাপনে

আমাদের নিকলী ডেস্ক ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় জামায়াতের নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (২৮ অক্টোবর ২০১৮) জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অধীনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল জামায়াতে ইসলামী।

এর প্রেক্ষিতে জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেয়া হয়েছিল। ২০০৯ সালে হাইকোর্টে দায়ের করা এক রিট পিটিশনের রায়ে আদালত জামায়াতে ইসলামীকে অবৈধ ও বাতিল ঘোষণা করায় গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০এইচ ধারা অনুযায়ী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হলো।

সূত্র : যুগান্তর, ২৯ অক্টোবর ২০১৮

Similar Posts

error: Content is protected !!