বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।
জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া সাজার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (৩০ অক্টোবর ২০১৮) দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শহরের রথখলা ময়দানে সবাই একত্রিত হয়ে সমাবেশ করে।
জেলা বিএনপির সহ-সভাপতি মো: আমিরুজ্জামনের সভাপতিত্বে ও সহ-প্রচার সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাহার মিয়া বাহার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।
