আমাদের নিকলী ডেস্ক ।।
নিজের অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সোমবার (৫ নভেম্বর ২০১৮) রাতে বঙ্গভবনে সাংবাদিকদের সম্মানে দেয়া এক নৈশভোজে রাষ্ট্রপতি এ কথা বলেন।
বঙ্গভবনে আমন্ত্রিত প্রত্যেক সাংবাদিকের কাছে গিয়ে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। স্বভাবসুলভ খোশগল্পেও শরিক হন তিনি। উপস্থিত সাংবাদিকদের সাথে ছবি তোলেন রাষ্ট্রপতি। রাতের খাবারের তালিকায় ছিল কিশোরগঞ্জের হাওরের মাছ।
রাষ্ট্রপতি নিজের রাজনৈতিক জীবনের নানা ঘটনা তুলে ধরে বলেন, “বহু নির্বাচনে অংশগ্রহণ করেছেন; কিন্তু কখনোই বিরোধী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাননি।”
আবদুল হামিদ বলেন, “সাংবাদিকদের তথ্যভিত্তিক সংবাদ দিতে হবে। কারণ তথ্যভিত্তিক সংবাদ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়।” নিজের বিবেকের কাছে সৎ থেকে সাংবাদিকরা যে কোনো খবর প্রকাশ করতে পারেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।
সূত্র : এনটিভি, ৫ নভেম্বর ২০১৮