বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে এলজিইডির একটি সড়কের পাশ থেকে আমির হোসেন (৬০) ও বাছির মিয়া (৫৩) নামের দুই ভাইয়ের নামে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তাদের বাড়ি ধারীশ্বর নতুন জামে মসজিদ সংলগ্ন।
সরেজমিনে দেখা যায়, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের ভেতর দিয়ে নির্মিত নিকলী-বাজিপুর সংযোগ সড়কের ধারীশ্বর নতুন জামে মসজিদের পশ্চিম সংলগ্ন ৩টি মেহগনি জাতের গাছ কর্তন করে মাটিতে ফেলে রাখা রয়েছে। গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
একটি ঠেলাগাড়িতে ডালপালা নিয়ে যাচ্ছে এক শ্রমিক। কার গাছ জিজ্ঞেস করলে ওই শ্রমিক জানান, তিনি গাছ ক্রেতা স্থানীয় আওয়ামীলীগ নেতা কিনু মিয়ার হয়ে কাজ করছেন। গাছের মালিক একই এলাকার মৃত হিম্মত আলীর পুত্র আমির হোসেন ও বাছির মিয়া বিক্রয় করেছে।
আমির হোসেন বলেন, রাস্তার পাশের গুটিকয়েক বাবলা ছাড়া সব গাছ মালিকানাধীন। তারা নিজেদের গাছ বিক্রি করেছেন।
নিকলী উপজেলা নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মুহীন এই প্রতিনিধিকে বলেন, সড়কটি এলজিইডির। কয়েকটি গাছ আমাদের হলেও বাকি গাছ বিভিন্ন এনজিওর রোপা। অনুমতি ছাড়া কোনো ব্যক্তি গাছ কাটতে পারেন না।