মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) ।।
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জের লাখাইয়ে পালিত হলো ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮।
গতকাল রোববার (২৫ নভেম্বর ২০১৮) এ উপলক্ষে লাখাই উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি উপজেলার হবিগঞ্জ লাখাই সড়ক পদক্ষিণ করে।
পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে ও গোলাম সারোয়ার ভুইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ কামাল চৌ, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফয়জুন্নেছা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার রাহী। বক্তব্য রাখেন পবিস ডাইরেক্টর আব্দুল মতিন, এমএ বাশার, ফরিদ মিয়া, জাহির মিয়া, ফরহাদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা শফিকুল ইসলাম।