নিকলীতে এসডিজি নিয়ে ওরিন্টেশন

বিশেষ প্রতিনিধি ।।

সোমবার (২৪ ডিসেম্বর ২০১৮) নিকলীতে অক্সফাম ও সিপিডির অর্থায়নে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)র প্রকল্প অফিসে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড (এসডিজি) সম্পৃক্ত নীতি ও কর্মসূচি নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

পপির প্রকল্প সমন্বয়কারী ফেরদৌস আলমের সঞ্চালনায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প, অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচি উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ও মতবিনিময়ে ছাতিরচর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আমীন চৌধুরী, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক মো. আসাদ, জামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য সহকারী সুকুমার বর্মণ, সিনিয়র সাংবাদিক এম হাবিবুর রহমান, দিলীপ কুমার সাহা, উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!