ধামইরহাটে কৃষকদের সম্মাননা প্রদান করল কৃষি অফিস

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি পুরস্কার-২০১৮ উপলক্ষ্যে কৃষকদের সম্মাননা প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর।

উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় কৃষি অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে কৃষিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ৫জনের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন ও ইউএনও গনপতি রায়।

উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা জানান, কৃষিযন্ত্র উৎপাদনে আব্দুর রহমান, ইদুর নিধনে বিশেষ ভূমিকা রাখায় বাবুল সরেন, বীজ উৎপাদক হিসেবে আবুল হোসেন, কৃষি প্রযুক্তি বাস্তবায়নে মাজেদুল ইসলাম ও নাক-ফজলী জাতের সম্প্রসারণে আবতাব উদ্দীনকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সাংবাদিক রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!