গ্ল্যামার দিন দিন বেড়েই চলেছে জয়ার! [ভিডিও]

আমাদের নিকলী ডেস্ক ।।

অভিনেত্রী জয়া আহসান টালিউডেও সমান জনপ্রিয়। ৪৬ বছরের অভিনেত্রীর গ্ল্যামার যেন দিন দিন বাড়ছে। নিয়মিত জিমে সময় কাটান তিনি। শরীরী কসরতেই জয়া এমন ফিট।

সম্প্রতি ভাইরাল হল অভিনেত্রীর একটি ভিডিও। যেখানে তাকে জিম করতে দেখা গিয়েছে। ভারতীয় “এবেলা” পত্রিকার খবরে বলা হয়, এই মুহূর্তে জয়া রয়েছেন ঢাকায়। রুসলান স্টুডিওতে শরীরচর্চা করতে দেখা গেল তাকে।

নিজের ইনস্টাগ্রামেই সেটি শেয়ার করেন জয়া। ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন— “অল প্রোগ্রামস টেকস প্লেস আউটসাইড দ্য কমফোর্ট জোন”। অর্থাৎ “কমফোর্ট জোন” থেকে বেরিয়ে এলেই যে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেটাই যেন তিনি বলতে চেয়েছেন ওই ক্যাপশনে।

জিমে ঘাম ঝরানোর পাশাপাশি জয়া এই মুহূর্তে ব্যস্ত তার নতুন ছবি “বৃষ্টি তোমাকে দিলাম” নিয়ে। ভিডিও লিংক

Similar Posts

error: Content is protected !!