সাফায়াত ইসলাম (নূরুল), নিজস্ব প্রতিনিধি ।।
বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের তেগরিয়া মধ্যপাড়া গ্রামের শিক্ষক মাসুদ রানার বাড়িতে দলবদ্ধ হামলার অভিযোগ পাওয়া গেছে। আক্রান্ত পরিবারের সদস্যরা জানান, এলাকার বাদল মিয়ার নির্দেশ রোকন মিয়া, মোস্তাক মিয়া, অন্তর মিয়া, রিপন মিয়াসহ ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়। এতে অন্তত ৫ জন আহত হন।
গুরুতর আহতরা হলেন- বাদল মিয়া (৫৫), আল আমিন (২৪), আলমগির মিয়া (৪০), জাহির হোসেন (৩৫) ও ওয়াহাব মিয়া (৬০)। এদের মধ্যে বাদল মিয়াকে (৫৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আল আমিন ও আলমগিরকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৭ ফেব্রুয়ারি ২০১৯) দিবাগত রাত ১১টার দিকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাদল মিয়ার লোকজন মাসুদ রানার দু’টি বসতঘর ভাঙচুর করে ঘরে ঢুকে সুকেস থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। দুই পরিবারের মাঝে বেশকিছুদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
খবর পেয়ে রোববার রাত সাড়ে ১১টা থেকে সোমবার বিকাল পর্যন্ত অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মাসুদ রানার বাড়িতে পুলিশ অবস্থান করে। এ ব্যাপারে মাসুদ রানা বাদী হয়ে রোকন মিয়া, মোস্তাক মিয়া, অন্তর মিয়া, রিপন মিয়া, সারোয়ার মিয়াসহ অজ্ঞাত ১৫ জনের নামে বাজিতপুর থানায় বুধবার (২০ ফেব্রুয়ারি ২০১৯) সকালে একটি অভিযোগ দায়ের করেন।
বাজিতপুর থানার ওসি ঘটনা সত্যতা নিশ্চিত করে এই প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিব।