নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, উর্দুতে “জিন্দাবাদ” নয় বাংলায় “বিজয়” বলুন। উর্দু-ইংলিশ বা হিন্দিকে কখনোই বাংলা ভাষার চেয়ে গুরুত্ব দিবেন না। ভাষা আন্দোলনের দেশে সব কাজে সবসময় বাংলা ভাষাকে গুরুত্ব দেয়াটাই হবে দায়িত্ববোধের কাজ।
মহান ভাষা শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
২১ ফেব্রুয়ারি ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, আনোয়ার সাঈদী, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব মিলন রায়, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাক হরিদাস সরকার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হাসান, কেন্দ্রীয় সদস্য ওয়াজেদ রানা, সাইফুল ইসলাম আবির, কমল মল্লিক, হিমেল এস খান প্রমুখ। বিজ্ঞপ্তি