রাষ্ট্রপতি তিন দিনের সফরে মিঠামইনে

নিজস্ব প্রতিবেদক ।।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট গতকাল বুধবার তিনদিনের সফরে নিজ এলাকা মিঠামইনে এসেছেন। দুপুর ২টায় তিনি হেলিকপ্টারযোগে মিঠামইনে পৌছেন। এরপর তার মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে একটি ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি মিঠামইন বাজারে গিয়ে সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন বলে মিঠামইন বণিক সমিতির সভাপতি আহমেদ আলী চৌধুরী জানিয়েছেন। এরপর রাষ্ট্রপতি নবনির্মিত এক্সিম ব্যাংক ভবন ও নির্মাণাধীন জনতা ব্যাংক ভবন পরিদর্শন করেন। বিকালে তিনি বাবার নামে প্রতিষ্ঠিত হাজী তায়েবউদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় এমপি (রাষ্ট্রপতির ছেলে) রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন, রাষ্ট্রপতির ছোটবোন সাবেক ইউপি চেয়ারম্যান আছিয়া আলম, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ কামালপুর গ্রামের পৈত্রিক বাড়িতে রাত্রিযাপন করেন।

ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া অনুষ্ঠান
ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া অনুষ্ঠান

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!