পুরোদমে কাজ শুরু করতে চান শাবনূর

বছরজুড়েই শোনা যাচ্ছিল, দেশে ফিরছেন শাবনূর। কিন্তু নানা কারণে অস্ট্রেলিয়াতেই তিনি ছিলেন এত দিন। এ বছরের ৯ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি থেকে জানিয়েছিলেন, মাস দুয়েকের মধ্যে দেশে ফিরবেন। সে কথা রাখলেন তিনি। দুই মাস শেষ হওয়ার আগেই গত ১ অক্টোবর মা ও একমাত্র সন্তান আইজানকে নিয়ে দেশে ফিরেছেন শাবনূর। গত বছরের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হন তিনি।

দেশে ফিরে প্রথমে উঠেছিলেন উত্তরায় স্বামীর বাসায়। পরে অবশ্য শাবনূর চলে এসেছেন ইস্কাটনে তার নিজের ফ্ল্যাটে। শাবনূরের দেশে ফেরা এবং ঢাকায় অবস্থানের খবরটি জানিয়েছেন তারই বোন ঝুমুর।

শাবনূরের বোন ঝুমুর জানান, শাবনূর বর্তমানে দেশেই থাকবেন। অস্ট্রেলিয়ায় যাবেন মাঝেমধ্যে।

shabnur2

শাবনূর বলেন, ‘আমি আমার কথা রেখেছি। নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছি। এখন পুরোদমে কাজ শুরু করতে চাই।’
কবে নাগাদ ছবির শুটিং শুরু করবেন জানতে চাইলে শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বেশ কয়েকটি ছবির কাজ বাকি রেখে যেতে হয়েছিল। শুরুতেই সেসব ছবির কাজ করব। এ ছাড়া বেশ কয়েকজন পরিচালক তাদের ছবিতে অভিনয়ের ব্যাপারেও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যত দ্রুত সম্ভব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে চাই আমি।’

Similar Posts

error: Content is protected !!