ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনে শিক্ষামেলা, শিক্ষক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ মার্চ বিকেল ৪টায় উপজেলা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মেলায় বিভিন্ন স্টল, শিক্ষক-শিক্ষার্থীদের জমকালো উপস্থিতি সব মিলিয়ে প্রাণবন্ত ছিল শিক্ষামেলার এই আয়োজন।
পরে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে ইউএনও গনপতি রায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা অফিসার ইমরান আহমেদ, মোফাজ্জল হোসেন, গোলাম রব্বানী, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ধামইরহাট শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, শহীদুল ইসলাম সবুজ, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আবু মুছা স্বপন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সাংবাদিক রাসেল মাহমুদ, অরিন্দম মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।