আমাদের নিকলী ডেস্ক ।।
একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান আগামীকাল মঙ্গলবার (২ এপ্রিল ২০১৯) শপথ নিচ্ছেন। আজ সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে মোকাব্বির খানকে শপথ পাঠ করাবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে দলীয় প্রতীক উদীয়মান সূর্যে নির্বাচন করে বিজয়ী হন।
এবারের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আটটি আসনে বিজয়ী হয়। তার মধ্যে বিএনপি ছয়টি ও গণফোরাম দু’টি আসন পায়। গণফোরামের আরেক সদস্য সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। গত ৭ মার্চ তিনি সংসদ সদস্য হিসাবে শপথ নেন। বাসস