সংবাদদাতা ।।
৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ক্রীড়া আসর এসএ গেমস। ১২তম এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ভারতের আসাম, গোহাটি ও শিলং-এ। দক্ষিণ এশিয়ার প্রচলিত ক্রীড়াঙ্গনের প্রায় সবক’টি ইভেন্টই এই গেমসে আয়োজন করা হয়। এতসব ইভেন্টের মাঝে নিকলীর জন্য এক আলোকোজ্জ্বল ক্রীড়া হলো সাঁতার। জাতীয় পর্যায় ছাপিয়ে আন্তর্জাতিক সাঁতারেও নিকলীর রয়েছে গৌরবোজ্জ্বল অধ্যায়।

বাংলাদেশের পক্ষে এবার সাঁতারে মোট ২০ জন অংশগ্রহণ করবেন; যার তিনজনই নিকলীর কৃতি সন্তান। আঞ্চলিক প্রশিক্ষণ প্রদানকারী সংগঠন ভাটিবাংলা সুইমিং ক্লাবে সাঁতারে হাতেখড়ি হয় এই তিন প্রতিযোগীর। তারা হলেন শফিকুল ইসলাম মিঠু (বর্তমানে বাংলাদেশ নেভি), রুমানা আক্তার (বর্তমানে বাংলাদেশ আর্মি) ও রফিকুল ইসলাম (বর্তমানে বাংলাদেশ আর্মি)।
১২তম এসএ গেমসে শফিকুল ইসলাম মিঠু অংশ নিবেন ১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। রুমানা আক্তার লড়বেন ২০০ ও ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডওয়ে (আই এম)। আর রফিকুল ইসলামের ইভেন্ট হলো ২০০ মিটার বেকস্ট্রোক।
এসএ গেমসে অংশগ্রহণকারী নিকলীর এই তিন কৃতি সাঁতারুর জন্য শুভ কামনা জানিয়েছেন ভাটিবাংলা সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক কারার দিদারুল মনির তোফায়েল। তিনি বলেন, আমার ক্লাবের সাবেক এই ক্রীড়াবিদদের নিজ নিজ ইভেন্টে সর্বোচ্চ সফলতা অর্জনে আমি আশাবাদী।
