হুমায়ুন কবির, পাকুন্দিয়া প্রতিনিধি ।।
অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউপির বড় আজলদীর এগারসিন্দুর কোল্ডস্টোরে রোববার (২৮ এপ্রিল ২০১৯) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনায় ছিলেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো ইব্রাহিম হোসেন ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস কিশোরগঞ্জ শংকর চন্দ্র পাল। অভিযুক্ত ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজানকে লক্ষ্য করে মেয়াদোত্তীর্ণ খেজুর, অবৈধভাবে মিষ্টি সংরক্ষণ করেন এগারসিন্দুর কোল্ডস্টোরে কিছু অধিক মুনাফালোভী ব্যবসায়ী।
কিশোরগঞ্জ সদরের ঐতিহ্যবাহী মদনগোপালের ২৪ ড্রাম (৪০ মণ) পঁচা মিষ্টি ও বিভিন্ন দোকানের মেয়াদোত্তীর্ণ ১৫/১৬ মণ খেজুর থাকায় অভিযানের সময় ওইসব পণ্যের মালিক না থাকায় এগারসিন্দুর কোল্ডস্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।