শ্রমিকদের পেনশন ভাতা চাই : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মুটে-মজুর-রিক্সাওয়ালা-গার্মেন্টসকর্মী সহ সকল স্তরের শ্রমিকদের পেনশন ভাতা চাই। প্রয়োজনে ডাটা বেইজ তৈরি করে এই চাওয়া পূর্ণ করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্বের সকল উন্নত দেশের মত করে দেশ চালাতে হবে বলেও আহ্বান জানান নতুনধারার এই রাজনীতিক।

জাতীয় শ্রমিকধারার সহ-সভাপতি আহসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ১ মে সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, জাতীয় শ্রমিকধারার সাধারণ সম্পাদক আফরোজা যমুনা প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!