আমাদের নিকলী ডেস্ক ।।
কুলিয়ারচর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. মনির হোসেন (২৫) নামে এক গ্রামপুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক গ্রামপুলিশ জাকির হোসেন (৩৫) আহত হয়েছেন। শুক্রবার (৩১ মে ২০১৯) সকালে উপজেলার উত্তর বড় ছড়াই এলাকার হাতধুয়া কান্দির ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মনির হোসেন উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্য।
স্থানীয়রা জানান, অটোরিকশায় করে গ্রামপুলিশের দুই সদস্য মো. মনির হোসেন ও জাকির হোসেন কুলিয়ারচর থানায় যাচ্ছিলেন। পথে উত্তর বড় ছড়াই এলাকার হাতধুয়া কান্দির ব্রিজে উঠতে গিয়ে অটোরিকশা উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মনির মারা যান।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই তালুকদার সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় অটোরিকশা চালক আরমান মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
সূত্র : বাংলানিউজ