আমার বা আপনার সঙ্গে, বা আমাদের পরিচিত কারো সঙ্গে কখনো না কখনো এমনটা হয়েছে। কোনো দোকানে গিয়ে কেনাকাটর পরে বের করে দিলেন ক্রেডিট কার্ড। কিন্তু টেবিলের ওপারে থাকা কর্মী হাসিমুখে আপনাকে জানালেন, সরি, কিন্তু আপনার ক্রেডিট কার্ড কাজ করছে না! ব্যস, লজ্জার একশেষ। কোনো বিকল্প ব্যবস্থা থাকলে আপনি বেঁচে গেলেন, নইলে… কিন্তু এবার আর এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই যে এই ধরনের বিভ্রাট শুধুমাত্র আমাদের সঙ্গেই হয়ে থাকে!
এবার এই সমস্যা এবং লজ্জার সম্মুখীন হতে হয়েছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবাকে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। সম্প্রতি নিউ ইয়র্কের একটি রেস্তরাঁতে সস্ত্রীক খেতে গিয়েছিলেন ওবামা। কিন্তু বিল মেটানোর সময়ে ক্রেডিট কার্ড এগিয়ে দিলে কাউন্টারের কর্মী জানান তার ক্রেডিট কার্ড মেশিন রিজেক্ট করে দিয়েছে! কনজুমার ফিনানশিয়াল প্রোটেকশন ব্যুরোর একটি সভায় ক্রেডিট কার্ড ফ্রড এবং পরিচয় চুরি নিয়ে কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞাতা ভাগ করে নেন ওবামা।
তিনি এও বলেন, সে যাত্রা তিনি বেঁচে গিয়েছিলেন কারণ মিশেল ওবামার ক্রেডিট কার্ডটি সক্রিয় ছিল।
সূত্র : ওয়েবসাইট।