মোবাইল পাচারের দায়ে বিড়াল আটক!

আমাদের নিকলী ডেস্ক ।।

কোস্টারিকায় মোবাইল পাচারের দায়ে একটি বিড়ালকে আটক করেছে সে দেশের কারা কর্তৃপক্ষ। জানা যায়, কোস্টারিকা লা রিফর্ম কারাগারে বিড়ালটি র্দীঘদিন ধরে তথ্য পাচার কাজে নিয়োজিত ছিল। কয়েদিদের জন্য মোবাইল ফোন আনা-নেওয়ার কাজ করতো প্রশিক্ষিত এই বিড়ালটি।

কোস্টারিকার বিচার মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায় আটককৃত বিড়ালটির গলা এবং বুকের মাঝখানে একটি মোবাইল ফোন ও একটি চার্জার বাঁধা রয়েছে।

কিন্তু, এত উপায় থাকতে মোবাইল ফোন পাচারের কাজে বিড়াল কেন? দেশটির বিচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানুষের মাধ্যমে কারাগারে মোবাইল ফোন পাঠানো বেশ ঝুঁকিপূর্ণ। কারণ একজন দর্শনার্থীকে বেশ কয়েকবার পরীক্ষা করে কারাগারের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। অন্যদিকে একটি বিড়াল বিনা বাধায় কারাগারে প্রবেশ করতে পারে। ফলে মানুষ থেকে এই কাজে বিড়ালই বেশি নির্ভরযোগ্য।

সূত্র : মোবাইল পাচারের দায়ে আটক বিড়াল!  [ঢাকা টুডে, ২৪ এপ্রিল ২০১৮]

Similar Posts

error: Content is protected !!