সাফায়েত ইসলাম নূরুল ।।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পানিতে ডুবে তাবাসসুম (০১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার আমান সরকার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাবাসসুম ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে তাবাসসুম খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশু তাবাসসুমের মৃত্যুর এই ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।