মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) : লাখাই উপজেলার প্রাণকেন্দ্র স্থানীয় বুল্লা বাজার সংলগ্ন উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় “বুল্লা সিংগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের” যাতায়তের বিকল্প রাস্তার চিত্র এটি। বিদ্যালয়ের সাথে প্রধান সড়কের সাথে সংযোগ সড়ক থাকলেও যানজট এড়াতে বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এই রাস্তাটি দিয়েই চলাচল করে থাকে। এছাড়াও বুল্লা ইউপি কমপ্লেক্সের বিকল্প রাস্তাও এটি। কিন্তু প্রতিদিন রাস্তার সামনে স্তুপ করে রাখা ময়লার ভাগাড়, কাদা আর দুর্গন্ধ মোকাবেলা করে বিকল্প এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করতে হয় কয়েক শতাধিক শিক্ষার্থীকে। এতে করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে ওই বিদ্যালয়ের ছাত্রীরা।
লাখাইয়ে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা
