হাদিসের ভুল ব্যাখ্যা নিয়ে বাজিতপুরে সংঘর্ষ, আহত ৪০

মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের রাবারকান্দি ও বলিয়াদী ইউনিয়নের উছমানপুর গ্রামবাসীদের মধ্যে হাদীসের ভুল ব্যাখ্যা নিয়ে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকাল ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত উছমানপুর গোলাপ মিয়ার মার্কেটের সামনে।

আহতদের মধ্যে রয়েছেন- মোঃ ফিরোজ মিয়া (৪২), আজিম মিয়া(৩৭), মোঃ ফজলুর রহমান (৫৮), মোঃ নাঈম মিয়া (২৩), হারিছ মিয়া (৫৮), ওয়াজ উদ্দীন (৪০), সাকিব মিয়া (২৬), আলমগীর মিয়া (৩৮), আব্দুর রহিম (৬০), রাব্বী মিয়া (২০), জিল্লু মিয়া (৪৮), লিটন মিয়া (৩৫), রুবেল মিয়া (৩০), ঝুটন মিয়া (৪৫), নেহার মিয়া (৫৫), সুমন মিয়া (১৮), হারুন মিয়া (২২), রাকিব মিয়া (২১), ফয়েজ উদ্দিন (২২), হৃদয় মিয়া(২৩), আজমল মিয়া (৪৫)।

এ ঘটনায় ৮-১০টি দোকান ভাংচুর হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এ খবর পাওয়ার পর বাজিতপুর থানার পুলিশ, কিশোরগঞ্জ হতে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, পৌর শহরের রাবারকান্দি ও বলিয়াদীর উছমানপুর কয়েকশ’ গ্রামবাসী দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালিয়ে খলিল মিয়ার দোকান, মনির মিয়ার দোকান, আলী এরশাদের মুরগির ফার্ম, জুয়েলের মুরগির দোকান, আলমগীরের ২টি গ্যারেজ, মঞ্জুর মিয়ার হোটেল, উছমানপুর আলী আশরাফ মার্কেটের ৭টি দোকানের সাটার ও অন্য আরো মার্কেট ভাংচুরের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা হতে সারা রাত পর্যন্ত উছমানপুরের কয়েকটি মার্কেটের মালিক ও দোকানীরা রাত্রি যাপন করে পাহারা দিয়ে আসছে। দু’টি গ্রামের লোকজন আতংকের মধ্যে আছে বলে জানা গেছে। বাজিতপুর থানার ওসি মোঃ খলিলুর রহমান পাটুয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম সন্ধ্যার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Similar Posts

error: Content is protected !!