ধামইরহাটে ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদান বিষয়ক মতবিনিময় সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতা সমুহ ডিজিটাল উপায়ে প্রদান বিষয়ে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামইরহাট পৌরসভা মিলনায়তনে প্যানেল মেয়র কাউন্সিলর ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল। এ সময় ইউএনও গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, কাউন্সিলর আব্দুল হাকিম মণ্ডল, মুক্তাদিরুল হক মুক্তাসহ পৌর এলাকার সকল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা জানান, এখন থেকে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে ভাতাভোগীদের লাইনে আর দাঁড়িয়ে থাকতে হবে না, নিজের মোবাইলে টাকা আসবে এবং প্রয়োজনমত টাকা উত্তোলন করতে পারবেন।

Similar Posts

error: Content is protected !!