শেরেবাংলাকে বিক্রি করলে ক্ষমা করবো না -মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রাজনৈতিক অভিভাবক শেরেবাংলা একে ফজলুল হককে বিক্রি করলে কাউকে ক্ষমা করবো না। তাঁর রাজনৈতিক দলের পরিচয় দিয়ে আদর্শ-সততাহীন কিছু অসাধু দুর্নীতির রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে শেরেবাংলার পরিবার ব্যবস্থা না নিলেও নতুনধারার আইনজীবীগণ আইনী ব্যবস্থা নেবে; একই সাথে জাতীয়ভাবে শেরেবাংলার জন্মদিন ও মৃত্যুবার্ষিকী পালনের পাশাপাশি ‘শেরেবাংলা জাদুঘর’ প্রতিষ্ঠা করতে হবে।

২৬ অক্টোবর সকাল ১০ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘ শেরেবাংলা’র রাজনীতি নতুন প্রজন্মের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জাতীয় শিক্ষাধারার সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির রসুলের সভাপতিত্বে বঙ্গবন্ধু মেডিকেল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মারুফা আহমেদ, জাতীয় শিক্ষাধারা ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ডা. হারুন আল শামস, সাধারণ সম্পাদক ডা. শেফা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!