সরারচরে তাহমিনা বেগম ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের হাজী আঃ বারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তাহমিনা বেগম ফাউন্ডেশন খাদ্য সহায়তা দিয়েছে। এ সময় ফাউন্ডার অধ্যাপক তাহমিনা বেগম, তার ছোট ভাই ফাউন্ডেশনের মহাসচিব ব্রিগেডিয়ার মস্তুফা কামাল পাশা ও সাংগঠনিক সম্পাদক আতাউল গণি পলাশ উপস্থিত ছিলেন।

এদিন ১০০ জন দুস্থকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবণ ও ১টি সাবান প্রদান করেন।

ফাউন্ডেশনের ফাউন্ডার অধ্যাপক তাহমিনা বেগম এ প্রতিনিধিকে জানান, করোনা প্রতিরোধে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা এটাই শেষ নয়, তার দাদার বাড়ি হিলচিয়া ইউনিয়নে কয়েকদিনের মধ্যে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিবেন বলে উল্লেখ করেন।

Similar Posts

error: Content is protected !!