মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের হাজী আঃ বারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তাহমিনা বেগম ফাউন্ডেশন খাদ্য সহায়তা দিয়েছে। এ সময় ফাউন্ডার অধ্যাপক তাহমিনা বেগম, তার ছোট ভাই ফাউন্ডেশনের মহাসচিব ব্রিগেডিয়ার মস্তুফা কামাল পাশা ও সাংগঠনিক সম্পাদক আতাউল গণি পলাশ উপস্থিত ছিলেন।
এদিন ১০০ জন দুস্থকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবণ ও ১টি সাবান প্রদান করেন।
ফাউন্ডেশনের ফাউন্ডার অধ্যাপক তাহমিনা বেগম এ প্রতিনিধিকে জানান, করোনা প্রতিরোধে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা এটাই শেষ নয়, তার দাদার বাড়ি হিলচিয়া ইউনিয়নে কয়েকদিনের মধ্যে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিবেন বলে উল্লেখ করেন।