আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে হোসেনপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুইজনে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই রোগী ময়মনসিংহে রক্তের ডায়ালাইসিস করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। এর আগে গত ১১ এপ্রিল ঢাকা থেকে আসা উপজেলার এক ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। এ নিয়ে হোসেনপুরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে দুইজনের।
সূত্র : বাংলানিউজ২৪