আমাদের নিকলী ডেস্ক ।।
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও ঝুঁকি রোধে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা থেকে সড়ক, নৌপথে ব্যক্তি যানবাহনে প্রবেশ কিংবা এ উপজেলা থেকে অন্য উপজেলা ও জেলায় প্রবেশ করতে পারবে না। সবধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ প্রয়োজন ব্যতীত কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। উপজেলায় সাপ্তাহিক হাট-বাজার বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হয়েছে। তবে নিম্নোক্ত পরিষেবাসমূহ চালু থাকবে। যেমন-বিদ্যুৎ, ফায়ারসার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ব্যাকিং কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসা সরঞ্জামাদি, রোগী ও ঔষধ বহনকারী যানবাহন ও কর্মী এবং সংবাদপত্রের সঙ্গে নিয়োজিত কর্মী। জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী, খাদ্যদ্রব্য, শিল্পপণ্য, শিশুখাদ্য এবং পশু খাদ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী। কৃষক, কৃষিজপণ্য, সার, কীটনাশক ও জ্বালানি কাজে নিয়োজিত বহনকারী যানবাহন ও কর্মী।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ বুধবার (২২ এপ্রিল) সকাল ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র : বাংলানিউজ২৪