হাটহাজারীতে ৪ দোকানিকে গুনতে হল জরিমানা!

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

করোনা সংক্রমণ ঠেকাতে ও রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ রাখতে কঠোর হয়েছে উপজেলা প্রশাসন। হাটহাজারী পৌর সদরে মুদি দোকানগুলো যখন অভিযানে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে তার বিপরীত সদরের বাইরে কিছু বাজার। এমন সংবাদ পেয়ে শুক্রবার (১ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ছুটে গেলেন নিয়ন্ত্রণহীন সেই বাজারে। অভিযোগের সত্যতা পেয়ে চার মুদি দোকানিকে জরিমানা করেছেন।

অভিযান সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মদুনাঘাট ও নজুমিয়া হাট-বাজারে ৪ মুদি দোকানদার নিত্যপণ্য চড়ামূল্য নিচ্ছে ক্রেতাদের কাছে। তার মধ্যে প্রয়োজনীয় পণ্য আদা। প্রশাসনের নির্দেশে মূল্য তালিকা রাখলেও সে অনুযায়ী ক্রেতাদের থেকে নিচ্ছে না। বরং তার দ্বিগুণ গুনতে হচ্ছে।

তালিকায় আদার মূল্য রেখেছে ১৬০ টাকা। দোকানদার কিনেছে ১৬০ টাকা। ভ্রাম্যমান আদালত ভাউচার চাইলে সেখানে দেখেন ২২০ টাকা আদার মূল্য। কিন্তু ক্রেতার কাছে জিজ্ঞাসা করলে সে বলল আদা কিনেছে ৩২০ টাকা দিয়ে। ভ্রাম্যমান আদালতকে আদার আসল দাম বা বিক্রির দাম দোকানী লিখতেই আগ্রহী নন। এমনাবস্থায় সত্যতা যাচাইয়ে গরমিলের প্রমাণ মিললে ৪ দোকানদারকে জরিমানা করা হল ২২ হাজার টাকা।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের ইউএনও রুহুল আমিন বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে ও মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সদর পেরিয়ে যখন বিভিন্ন বাজারে ক্রেতাদের জিম্মি হিসেবে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করছে অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত ৪ দোকানদারকে জরিমানা করেছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Similar Posts

error: Content is protected !!