আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বজ্রপাতে হাইমুদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে উপজেলার টেরগুন হাওরে এ দুর্ঘটনা ঘটে। হাইমুদ্দিন (৫০) করিমগঞ্জ উপজেলার কিরাটন-মাইজপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শনিবার (০২ মে) দুপুরে শ্বশুর বাড়ি করিমগঞ্জ থেকে উপজেলার টেরগুন হাওরে ধান কাটতে যান হাইমুদ্দিন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। পরে ধান ক্ষেতের পাশে ছোট একটি খুপরিঘরে আশ্রয় নেন তিনি।
এক পর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্র : বাংলানিউজ২৪